নিজস্ব প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীর;উপজেলার কবির মাহমুদ নামক গ্রামে রংপুর র্যাব-১৩ অভিযান চালিয়ে ৯৭০ পিচ ইয়াবাসহ আশরাফুল আলম(৩৬) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আশরাফুল উপজেলার প্রান কৃষ্ণ গ্রামের মোঃ ইসমাইল হোসেনের পুত্র। ৮/৭/২০২০ মঙ্গলবার রাত সাড়ে ১২ টার সময় ৯৭০ পিচ ইয়াবাসহ র্যাব-১৩ রংপুর গ্রেপ্তার করেছে।পরে জিজ্ঞাসাবাদ শেষে ভোরে থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত আশরাফুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪। পরে সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে ফুলবাড়ি থানার ওসি রাজিব কুমার জানান।