মোঃ আলাল আহমদ :
রাজনগর উপজেলা প্রতিনিধি :
সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে। এসময় অবৈধভাবে পাথর উত্তোলনকালে বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মো. মেজবািহ উদ্দিন নেতৃত্ব দেন। এতে কানাইঘাট থানা পুলিশ ও বিজিবি সদস্যরাও অংশ নেন।
কানাইঘাট উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, অভিযানে পাথর উত্তোলন ও পরিবহনের দায়ে দুটি এক্সেভেটর, দুটি পে লোডার, ৩টি ট্রাক্টর, ৫ টি বল্কহেড জাহাজ বিকল করা হয়। এসময় একটি বল্কহেড জাহাজ থেকে ৩ জনকে আটক করা হয়। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।