ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ জুলাই মঙ্গবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম ফিরোজের নির্দেশনায় উপজেলার শিলখুড়ী ইউনিয়নের কাজিয়ারচর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে শুকনা খাবার হিসাবে ১০কেজি চাল,২ কেজি চিড়া ১ কেজি মসুর ডাল,১ কেজি চিনি,আধা কেজি লবণ ও এক লিটার সোয়াবিন তেল ত্রান সহায়তা হিসাবে প্রদান করা হয়। ত্রান বিতরন করেন সহকারী কমিশনার( ভুমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম। এসময় আরও উপ¯ি’ত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ শাহিনুর আলম,আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি রবিউল আলম লিটন ও ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন ইউসুফ। উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম জানান,বন্যা মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্র¯‘তি নেয়া হয়েছে। উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোতে পর্যায়ক্রমে ত্রান বিতরণ করা হবে।