স্টাফ রিপোর্টার
কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশে সারা জেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক বিরোধী অভিযানে নাগেশ্বরী থানা পুলিশ উপজেলা পরিষদ গেট সংলগ্ন নৈশকোচ এনা কাউন্টারের সামনে থেকে রাত (১৬ জুলাই) রাত ৯টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই মাসুদ করিমের নেতৃত্বে পুলিশ দল প্লাস্টিকের ড্রামের ভিতর বিশেষ কায়দায় রাখা ৭ কেজি গাঁজাসহ উপজেলার হীরার খামার গ্রামের আক্কাছ আলীর পুত্র মোঃ আঙ্গুর হোসেন(২২) ও একই গ্রামের আব্দুল জব্বারের পুত্র রবিউল ইসলাম (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ রওশন কবির জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।মামলা নং ৮ তারিখ ১৬.৭.২০২০। আগামীকাল শুক্রবার(১৭ জুলাই)গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।তিনি আরও জানান পুলিশ সুপারের নির্দেশে সারা জেলায় মাদক বিরোধী অভিযান চলমান আছে। কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।