নাগেশ্বরী প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশে চলমান মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, সোমবার রাতে না‌গেশ্বরী থানাধীন পৌরসভা এলাকায় ‘পাঁচতলা ভব‌ন’ এর পঞ্চম তলায় প্রা‌ন্তি আবা‌সিক ভব‌নে অ‌ভিযান পরিচালনা ক‌রে মোঃ আ‌নিছুর রহমান ওরফে আ‌নিছ(৪৫)কে ৫১পিচ ইয়াবা ও মোঃ আফতার হো‌সেন (২৭)কে ১০পিচ ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ। আটক আ‌নিছু‌র ২টি নিয়‌মিত মামলার ওয়া‌রেন্টভূক্ত আসামী। বলে জানা গেছে।

মঙ্গলবার(২৮ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)’র ওসি মোঃ মোখলেছুর রহমান জানান,আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *