মনজুরুল ইসলামঃ
আজ মঙ্গলবার ২৮,০৭, ২০২০ তারিখ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান কে এম আবু তাহের সাহেব সরকারের উদ্দেশ্য করে দাবি করে বলেন,
বিদেশে শ্রমিকদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে কাজ নেই উপস না খেয়ে থাকতে হচ্ছে বাসা ভাড়া না দিতে পেরে অনেক দেশে শ্রমিক রাস্তায় ঘুমায় এবং আমরা দেখলাম সৌদি আরব এক প্রবাসী শ্রমিক না খেয়ে বাসা ও কাজ হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তায় ঘুরছিল যে ভিডিও পুরা দেশে ভাইরাল হয়েছিল ছিল, এই প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতি টিকিয়ে রাখছিল আজ তাদের এ মানবতার জীবন যাপন সরকার এখন পর্যন্ত এগিয়ে আসে নাই সরকারের কোন চিন্তাই নেই প্রবাসী শ্রমিকদের নিয়ে,
তাই অতিদ্রুত সময়ে প্রবাসীদের পরিবার ও প্রবাসী বাংলাদেশীদের আর্থিকভাবে প্রণোদনা দেয়া হোক তাদের টাকা তাদেরকে দেয়া হবে তারা যে টাকা সরকারকে রেমিটেন্স দিয়েছে,
এনডিপি চেয়ারম্যান কে এম আবু তাহের আরো বলেন: বিদেশে অবস্থানরত বাংলাদেশী দূতাবাস ও বৈদেশিক মন্ত্রণালয় প্রবাসীদের জন্য সেবা করবে অথচ সেবার বিপরীতে এম্বাসিতে শ্রমিকরা নির্যাতিত হচ্ছে এম্বাসি প্রবাসীদের জন্য অনিরাপদ একটি জায়গা এটা সরকারের দুর্নীতি ও ব্যর্থতার পরিচয় কারণ সরকার প্রবাসীদের জন্য আজ পযন্ত কোন কিছু করতে পারেনি,
তাই এনডিপির পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি প্রবাসীদের এই দুঃসময়ে তাদের পাশে অন্তত দাঁড়ান এরা আমাদের দেশের সম্পদ বিদেশী সেক্টর টা হাত ছাড়া করা যাবেনা তাহলে দেশে অর্থনৈতিক ধ্বস নামবে,
সরকার ক্ষমতা নেয়ার পর থেকে আজ আজ পর্যন্ত প্রবাসীদের জন্য ও বিদেশী জনশক্তি রপ্তানির জন্য কিছুই করতে পারেনি বরঞ্চ ধ্বংস ডেকে এনেছে, সরকার সমস্ত জায়গার মতো এই জায়গাটাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে,
তিনি আরো বলেন : বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিয়ে এখনই রাষ্ট্রীয় একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, বিভিন্ন দেশ থেকে যেন শ্রমিকদের ফেরত না পাঠানো হয় সেজন্য সরকারকে ষ্টং হয়ে কাজ করতে হবে বিভিন্ন রাষ্ট্রের সাথে আলোচনা করে, তাহলে বাঁচবে দেশ।