ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে জুয়া খেলার অপরাধে দুই জনের কারাদন্ড। আটক দুই ব্যক্তি হলো উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মৃত বাহার উদ্দিনের পুত্র আব্দুল কাদের (৩৮) ও অপর জন একই গ্রামের হযরত আলীর পুত্র মানিক (৩৫)।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, মঙ্গলবার (২৮ জুলাই ) রাত ৯ টায় গোপন সংবাদের ভীত্তিতে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি মুহাঃ আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সীমান্ত ডায়াগনিষ্টিক সেন্টার এর সামন থেকে জুয়া খেলার সময় হাতে নাতে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
পরে রাত সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রত্যেককে তিন দিনের কারাদন্ডাদেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ‘ বংগীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারা মোতাবেক এই সাজা প্রদান করা হয়েছে।