লালমনিরহাট প্রতিনিধি \ গত শনিবার লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুসলিম এইড ইউকে আথিক সহায়তা প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে দরিদ্রও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। দলগাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুপুর ২টার সময় মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান। দলগাম ইউপি চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ শফিউল আলম এর সভাপতিত্বে কুরবানির মাংস বিতরণ অনুষ্ঠানে উহার তাৎপর্যপূর্ণ ও গুরুত্ব আরোপ করে । এসময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলগ্রাম ইউপি সদস্য ওসমান আলী, সহকারী শিক্ষক ও দলগাম ইউনিয়ন শাখা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, ইউপি সদস্য মোঃ মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন কমিটির আহ্বায়ক ও টেকনিক্যাল অফিসার সুলতান মাহমুদ এবং প্রোগ্রাম অফিসার সাহানাজ বেগম প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন