নুরনবী সরকার, স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ১ (এক) কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে জাতির পিতার জ্যৈষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এর ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।
যুবউন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(৫ আগস্ট) বিকাল তিনটায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার দাস, কৃষি কর্মকর্তা মাহবুবুর রশীদ, প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক, মৎস্য কর্মকর্তা রায়হান সরদার, যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বেলাল, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা প্রমূখ।