মোঃ মসলিম উদ্দিন নাগেশ্বরী প্রতিনিধিঃ
নাগেশ্বরীর কচাকাটায় পল্লী বিদ্যুতের নতুন লাইন সংযোগের নামে দালাল চক্র লক্ষ লক্ষ টাকা বিভিন্ন কৌশলে হাতিয়ে নিচ্ছে
অভিযোগ সূত্রে জানা গেছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের সরকারটারী গ্রামসহ আশে পাশের এলাকাটি শত ভাগ বিদু্যুতের আওতা ভুক্ত করা হয়েছে। অত্র এলাকায় মোট ৯ শত গ্রাহক রয়েছে। সরকারী ভাবে দরপত্র আহবান করে নতুন লাইন সংযোগের কাজ শুরু হয়েছে। যাহার লট নং ৬০৯/১.২.৩। কিন্তু অত্র এলাকার দালাল সাইদুল হক, বেলাল হোসেন, মোস্তান আলী, আব্দুল মজিদ, সফিকুল ইসলাম, আতিকুর রহমান, আনোয়ার হোসেনের নেতৃত্বে মিটার প্রতি ৫/৬ হাজার করে টাকা উত্তোলন করে। ৯ শত গ্রাহকের নিকট থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়ে ভাগ-বাটোয়ারা করে আত্মসাত করেছে। অনেক গ্রাহক দালালের চাহিদা মতো টাকা না দেওয়ায় তাদের লাইন সংযোগ দিচ্ছে না। উল্টো তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী বাদী হয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন। কিন্তু দীর্ঘ দিন পরও কোন প্রকার প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন।