মো: নাজমুল হুদা মানিক ॥ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসুচী গ্রহন করেছে। কর্মসুচীর মধ্যে রয়েছে সুর্যোদয়ের সাথে সাথে বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার কালীবাড়ীস্থ কার্যালয়ে নেতাকর্মীদেও উপস্থিতি। জাতীয় পতাকা, দলীয় পতাকা, অঙ্গসহযোগী সংগঠন সমুহের পতাকা অর্ধনমিত করে উত্তোলন এবং কালো পতাকা উত্তোলন। সকাল ৯টায় সার্কিট হাউজ সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন। সকাল ১১টায় টাইন হল প্রাঙ্গনে কোরআনখানী শেষে আলোচনা সভা, মোনাজাত ও দুস্থ দরিদ্র জনগনের মাঝে খাবার বিতরন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মো: জহিরুল হক খোকা। সামাজিক নিরাপত্তা মেনে জেলা আওয়ামীলীগের কর্মসুচীতে অংশ গ্রহন করার জন্য ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল আহবান জানিয়েছেন। তিনি জানান, শোকের সাগরে আমরা নিমজ্জিত। আমাদের চেতনাকে শানিত করে জাতির জনকের কন্যা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার অনুপ্রেরনায় আমরা আমাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালনের বৎসরে পিতা মুজিবের মৃত্যু দিবস জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট ২০২০ যথাযোগ্য মর্যাদার সাথে পালন করতে যাচ্ছি। এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, বিশ্ব করোনার আক্রমনে সাড়া বিশ্বের সাথে আমাদের প্রিয় মাতৃভুমি আজ ক্ষত বিক্ষত। মহান নেতা শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে আমরা অনেক কঠিন পথ পেরিয়ে সামনে চলেছি ইনশাল্লাহ করোনা যুদ্ধে বিজয় আমাদের সুনিশ্চিত। বুকে অনেক দু:খ বেদনা নিয়ে, অনেক ক্ষত নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখা ২০২০ সালের জাতীয় শোক দিবস ১৫ আগষ্টের কর্মসুচীতে অংশ গ্রহনের জন্য সকলকে আমন্ত্রন জানাচ্ছি।