বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সফল যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ খান শাওনের উপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কুলাউড়া পৌর ছাত্রলীগ ও সচেতন কুলাউড়াবাসীর ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।কুলাউড়া পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনির সভাপতিত্বে আজ মঙ্গলবার (১১ আগষ্ট) ১২টার দিকে স্টেশন চৌমুহনীতে অনুষ্ঠিত
এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌর আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি খুরশিদ আলী,
সামাজিক সংগঠন রাইজিং স্টার ক্লাবের সাবেক সভাপতি তোফায়েল আহমদ ডালিম, উপজেলা তাতীলীগের সদস্য সচিব সুলাভ আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, কুলাউড়া উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা সারওয়ার হোসেন রিপন, কুলাউড়া পৌর ছাত্রলীগের সহ সভাপতি এপি তালুকদার রনি,যুগ্ম সাধারন সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সদস্য সচিব সায়েম আহমদ কয়েছ, ছাত্রলীগ নেতা তারেক মাসুদ,ফয়জুর রহমান রাব্বী, রাহি ইসলাম রাজু, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ও মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নাঈদ খান নয়ন, জুড়ি উপজেলা ছাত্রলীগ থেকে আদনান চৌধুরী, সামি, জিসান, আরিফ, নাজমুল, সুমন, তানভীর, অমিত, শিমুল প্রমূখ।জানা যায়, গত ১আগষ্ট ২০২০ মৌলভীবাজারের কুলাউড়ায় পূর্ব শত্রুতার জের ধরে ঈদের নামাজের পরে হামলার শিকার হোন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক সাঈদ খান শাওন। হামলায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল হকের তত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কেবিনে চিকিৎসা নেন। পরে চিকিৎসকরা তাঁর শরীরে বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাত দেখে ও শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ওই হাসপাতালের ১০ নং ওয়াডের ১৭ নাম্বার কেবিনে চিকিৎসকদের তত্বাবধানে চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *