কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে শতাধিক দু:স্থ এবং অসহায়দের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ। বুধবার দুপুরে বেসরকারি সংস্থা সলিডারিটির আয়োজনে খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ চত্বরে এই সামগ্রি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু,বেলগাছা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, সলিডারিটির প্রোগ্রাম ডাইরেক্টর মোর্শেদ বদরুন্নেছা বিথি প্রমুখ।
সুবিধাভোগীগণ হলেন,সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের দিন মজুর, হোটেল কমর্ী, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, স্থানান্তরিক কমর্ী, ভ্যান-রিক্সা চালক, নারী প্রধান পরিবার, গর্ভবতি মা, প্রতিবন্ধি পরিবার,বয়স্ক ও শিশু
পরিবার, অসুস্থ্য ব্যক্তি সম্বলিত শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা দেয়া হয়। এরমধ্যে চাল-৪০কেজি, মসুর এবং মুগ ডাল সাড়ে ৪কেজি করে, চিড়া আড়াই কেজি, তেল সাড়ে৪ লিটার, লবণ-১কেজি,চিনি-১কেজি করে দেয়া হয়।
অক্সফাম বাংলাদেশের অর্থায়নে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির কারিগরি সহযোগিতায় সলিডারিটি কুড়িগ্রাম কোভিড-১৯ রেসপন্স প্রজেক্ট বাস্তবায়ন করে।