ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে ইকো-সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন( ইএসডিও)এর বাস্তবায়নে গত মঙ্গলবার গ্রাম আদালতের বিচার আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলামের সভাপতিত্বে এবং ইএসডিও পরিচালিত গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী রঞ্জন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ আবু বক্কর সিদ্দিক,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা প্রমুখ।উক্ত কর্মশালায় উপজেলার ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান,ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা অংশ গ্রহন করে।