স্টাফ রিপোর্টাার
ফুলবাড়ী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু হয়েছে। মৃত সফিকুল ইসলাম (৩২) উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, সফিকুল শনিবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিৎিসক মৃত ঘোষাণা করেন।