এইচ,এম ইমরান, ঝিনাইদহ :
ঝিনাইদহ শিশু পার্ক সংরক্ষণে আদালতের আদেশ এবং মামলা পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের মকবুল হোসেন প্লাজায় ফুড সাফারী মিলনায়তনে এ কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
পরামর্শ সভায় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী ঝিনাইদহ পৌর শিশু পার্ক ভেঙ্গে বহুতল ভবন নির্মান কাজ শুরু হয়েছে। দ্রুত নির্মিত ভবনের কাজ বন্ধ করে সেখানে শিশু পার্ক পূনরুদ্ধার করার দাবী জানান তারা।
অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন কমিটি (বাপা) ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক খন্দকার হাফিজ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী তন্ময় সান্যাল, ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান ফোটন প্রমুখ।