নুরুন্নবী সরকার,স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থা’ এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া, আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট ২০২০) সকাল ১১ টায় স্বপ্নসিঁড়ি কার্যালয় সংলগ্ন শাহজাহান মডেল কিন্ডারগার্টেন চত্বরে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য জাকারিয়া হোসাইন বাঁধন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুর রশিদ, ফুলবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোঃ আব্দুল আজিজ মজনু, ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ওবাইদুল হক, সংগঠনের দাতা সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মোঃ ফজলুল হক ত্রিফুল, সভাপতি মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নুরনবী মিয়া প্রমুখ। আলোচনা শেষে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুর রশিদ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এরপর উপজেলার ৬ ইউনিয়নের স্বেচ্ছাসেবক টীমের মাঝে ১০০টি ফলজ বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপজেলার গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবক, সমাজকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।