মো: নাজমুল হুদা মানিক ॥
মাননীয় কৃষি মন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনষ্টিটিউট (বিনা) আয়োজিত বন্যা পরবর্তী চর অঞ্চলে কৃষক সমাবেশ ও বিনামূল্যে শাকসবজির (হাইব্রিড মরিচ লালশাক মূলাশাক পুঁইশাক) বীজ বিতরণ ময়মনসিংহ সদর উপজেলার বোররচর গুচ্ছ গ্রামে ২৬ আগষ্ট সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় ১৫০জন কৃষককে বিনামূল্যে মূল্যে বীজ দেওয়া হয়েছে। বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনষ্টিটিউট (বিনা) এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনা পরিচালনা পর্ষদের সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন বিনা’র পরিচালক গবেষনা ড. হোসনেয়ারা বেগম, পরিচালক প্রশিক্ষক ও পরিকল্পনা ড. মো: জাহাঙ্গীর আলম, পরিচালক প্রশাসন ড. আবুল কালাম আজাদ, কর্মসূচির পরিচালক ড. মোঃ শহীদুল ইসলাম। স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ডাঃ হেলান উদ্দিন, আবদুল আজিজ সরকার, শেখ আমানুল ইসলাম জলিল, দেলোয়ার হোসেন দুলু,কৃষক মাওঃ মাহফুজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উদ্ভিদ প্রজনন বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সামিউল হক। বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী কোন জমি যেনো অনাবাদি না থাকে সেই লক্ষ্যে বিনা কাজ করছে। ময়মনসিংহ সদর উপজেলার বোররচরের গুচ্ছ গ্রামে পরনগঞ্জ, সিরতা ও বোররচর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বাংলাদেশ পরমাণু গবেষনা ইষ্টিটিউট (বিনা) এর সহযোগিতায় শাক সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে সরকার কর্তৃক মনোনিত বিনার বোড মেনেজমেন্ট সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল ও বিনার ডিজি ড. মো: মোফাজ্জল ইসলাম সহপ্রধান গবেষকদের এর উপস্থিতিতে কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়।