সঞ্জীত, বাগেরহাট জেলা প্রতিনিধি,:

বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় স্বপ্ননীল আইটি ফার্ম নামে একটি এনজিও খুলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে উপজেলার টেংরাখালী গ্রামের মইনুল ইসলামী শুভ (১৯)এবং তার মা জেসমিন বেগমের(৩৫) বিরুদ্ধে।

এ ব্যাপারে কয়েকজন ভুক্তভোগী হাজরা মঈনুল ইসলাম শুভ , তার মা জেসমিন বেগম ও তার বাবা মুকুল হাজরা(৪০) কে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগীদের অভিযোগে জানা যায়,কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের মুকুল হাজরার ছেলে হাজরা মঈনুল ইসলাম শুভ “স্বপ্ননীল আইটি ফার্ম” নামে একটি এনজিওর নির্বাহী পরিচালক ও তার মা জেসমিন বেগম পরিচালক পরিচয় দিয়ে প্রতি লাখে ৩৭৫০টাকা লভ্যাংশ দেয়ার কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্নগোপন করে।

ভুক্তভোগীদের একজন মো. এমদাদুল হক বলেন, প্রতি মাসে প্রতি লাখে ৩৭৫০ টাকা ব্যাবসায়ী লভ্যাংশ দেওয়ার কথা বলে গত ৩ মাস আগে আমার কাছ থেকে ৩২ লাখ টাকা নেয়। পরে লভ্যাংশ ও আসল টাকা চাইলে বিভিন্ন অজুহাতে ঘুড়িয়ে পরে আত্মগোপন করে।

এছাড়া ভুক্তভোগী নওরোজ শিকদার বলেন, ঐ এনজিও আমার কাছথেকে ৯ লাখ ৩০ হাজার টাকা এবং এলিজা ইয়াসমিনের কাছ থেকে ৩ লাখ টাকা প্রতি মাসে লাখ প্রতি ৩৭৫০ টাকা ব্যাবসায়ী লভ্যাংশ দেয়ার কথা বলে হাতিয়ে নিয়েছে। এখন লাভ তো দুরের কথা আসল টাকাও পাচ্ছিনা।

এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন