ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার কুটিচন্দ্রখানা এলাকা থেকে পাশ্ববর্তী কচাকাটা থানার আলোচিত রেজাউল ইসলাম হত্যা মামলার ২ নং আসামী শাহাদত হোসেন গ্রেফতার হন । সে মাঝিয়ালী গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র । হত্যার ঘটনার পর থেকে সে পলাতক ছিলেন । ধর্মপুর গ্রামের ফজলু মিয়ার বাড়ীতে থেকে ব্যাটারিচালিত অটো চালায় । নিহতের স্বজনরা গোপন সংবাদ পেয়ে তাকে আটক করে উত্তম মধ্যম দেয়। পরে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উল্লেখ্য, চলতি বছরের ২১ শে ফেব্রুয়ারী পারিবারিক কলহের জের ধরে রেজাউলকে আসামীরা পিটিয়ে মারাত্বক আহত করেন । পরে কুড়িগ্রাম হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই হাফিজুর রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন ।
এ ব্যাপারে কচাকাটা থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম জানান,আটক ওই যুবককে ফুলবাড়ী থানা থেকে নিয়ে আসার পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।