ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ঐতিহ্য, গৌরব ও সংগ্রামের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
উপজেলা বিএনপি’র আয়োজনে মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২০) সকাল ১১টায় ফুলবাড়ী।  মহিলা ডিগ্রী কলেজের হলরুমে আলোচনায় উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সিনিয়র সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা। 
এছাড়াও ফুলবাড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সহ সভাপতি আলতাফ হোসেন প্রামাণিক, সাধারন সম্পাদক মোজাম্মেল হক, যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম মুকুল, শিমুলবাড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রুকু, যুবদলের সাধারন সম্পাদক একরামুল হক, সাংগঠনিক সম্পাদক শাহআলম, বড়ভিটা ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কাশিপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক অপূর্ব লাল সেন প্রমূখ বক্তব্য রাখেন। 
আলোচনা শেষে দোয়া মাহফিল ও কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করেন নেতাকর্মীরা। এসময় জাতীয়তাবাদী দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন