এস.এম হোসাইন আছাদ, জামালপুর॥
জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ০১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে শহরের রানী কমিউনিটি সেন্টারে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করে জামালপুর জেলা বিএনপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মো. গোলাম রব্বানীর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা লিয়াকত আলী, সফিউর রহমান সফি, অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, খন্দকার আহসানুজ্জামান রুমেল, লোকমান আহাম্মেদ খান লোটন, রেজভী আল জামালি রঞ্জু, শফিকুল ইসলাম খান সজিব, মমিনুর রহমান মমিন, যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক, শ্রমিকদল নেতা শেখ আব্দুস সোবাহান, সেচ্ছাসেবকদল নেতা মনোয়ার ইসলাম কর্ণেল, মৎসজীবী দল নেতা আব্দুল হালিম, তাতীদল নেতা আনিসুর রহমান লুলু, কৃষকদল নেতা সালেহীন মাসুদ মাস্টার ও ছাত্রদল নেতা সোহেল রানা খান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।