নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর ও মারপিট করে গুরুতর যখমের অভিযোগ উঠেছে। অভিযোগ সুত্রে জানা গেছে নাখারগঞ্জ বাজারের ব্রাদার্স সাইকেল স্টোর হার্ডওয়ার ব্যবসায়ী কামাল ও তার বাবা সোলাইমানের উপরে পাশের ব্যবসায়ী আদম আলী সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করে। অভিযোগে জানা গেছে ব্যবসায়ী কামাল বাজারে নিজস্ব সম্পত্তিতে দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছে। ২৯ আগষ্ট হঠাৎ করেই পার্শ্ববর্তী ব্যবসায়ী তার দোকানের টিনের চালের পানি নিষ্কাশনের জন্য কামালের জায়গাতে জোর করে ড্রেন নির্মানের জন্য গর্ত করতে শুরু করে। পরে কামাল ও তার বাবা সোলাইমান বাধা দিলে আদম আলী তার নিজস্ব বাহিনী নিয়ে সন্ত্রাসী কায়দায় দোকানের ভিতর হামলা চালায়। এ সময় তারা দোকানে ঝুলিয়ে রাখা মালামাল ও ক্যাশ বাক্স হতে ২লক্ষ ৫০হাজার টাকা এবং দোকানের টেবিলে রাখা অপ্পো ওয়াই১২মডেলের ১টি ও বাটন ফোন সহ ২টি মোবাইল নিয়ে যায় বলে অভিযোগ করে। কামাল তাৎক্ষনিক ভাবে ৯৯৯ নম্বরে ফোন করে প্রশাসনের সহযোগিতা চাইলে কিছুক্ষন পর নাগেশ্বরী থানার এস আই জামিল সহ ২জন পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পায়। এলাকার মহত সাইফুর রহমান,আমজাদ হোসেন ও নাখারগঞ্জ বাজারের বনিক সমিতির সভাপতি শামছুজ্জামন স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করলেও অভিযুক্ত আদম আলী ক্ষমতার দাফটে উল্টো বাদীকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।