বিশেষ প্রতিবেদনঃ
সড়ক দুর্ঘটনা,পরিবহনে চাঁদাবাজি ও মাদক পরিবহনে প্রতিরোধে কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন বিপিএম এর নির্দেশনায় ভুরুঙ্গামারী থানা পুলিশের আয়োজনে ৭ সেপ্টেম্বর সোমবার দুপুর সাড়ে ১২ টার সময় ভুরুঙ্গামারী থানায় ওসি মুহাঃ আতিয়ার রহমান এর সভাপতিত্বে ভূরুঙ্গামারী উপজেলা অটো বাইক মালিক সমিতির নেতৃবৃন্দ ও অটো শ্রমিকদের নিয়ে সড়ক দুর্ঘটনা,পরিবহনে চাঁদাবাজি ও মাদক পরিবহন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইন্সপেক্টর (তদন্ত) জনাব মোঃ জাহেদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে সিনিয়র এএসপি, ভূরুঙ্গামারী সার্কেল জনাব মোঃ শওকত আলী বক্তব্য প্রদান করেন। সভায় সকলকে চাঁদা দেয়া-নেয়া হতে বিরত, যত্রতত্র অটো না থামানো ও পার্কিং না করা, ট্রাফিক আইন মেনে অটো চালানো, মাদক পরিবহনে সম্পৃক্ত না হওয়া, সকল অটোর এলইডি বাল্ব খুলে ফেলাসহ পরিবহন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা সহ বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁনের নির্দেশনায় ইতিমধ্যে জেলার অন্যান্য থানার মত কচাকাটা ও ভুরুঙ্গামারী থানায় এএসপি সার্কেল মোঃ শওকত আলী পরিবহনে চাঁদাবাজি ও মাদক প্রতিরোধে কাজ করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *