এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জামালপুর জেলা মহিলা দল। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জামালপুর জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শহীদুল হক খান দুলাল, মাইন উদ্দিন বাবুল, রিজভী আল জামালী রনজু, শফিকুল ইসলাম খান সজিব, গোলাম রব্বানী, মহিলা দল নেত্রী অ্যাডভোকেট দিলরুবা ইয়াসমিন, পিয়ারা হায়দার ও সুবর্ণা আক্তার প্রমুখ।আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।