রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে রৌমারী থানার পুলিশ।

রবিবার দিবাগত রাতে সদর ইউনিয়নের নতুনবন্দর এলাকায় রৌমারী স্থলবন্দর সড়কের ১ নম্বর ব্রীজের পাশে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, ঐ সড়কে টহলরত পুলিশের দল ব্রিজের পাশে পোটলা দেখতে পায়।সন্দেহ হলে পোটলাটি উদ্ধার করে খুললে তার মধ্য থেকে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তলটি বেরিয়ে আসে ।

এ ব্যাপারে উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বাদি হয়ে থানায় একটি জিডি দায়ের করেছেন।

এদিকে ব্রীজে পাশে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তল উদ্ধার হওয়ায় ঐ এলাকায় মানুষজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এবং স্থানীয়রা রাতের বেলায় পুলিশের টহল বাড়ানোর জন্য অনুরোধ জানান প্রশাসনের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন