রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী ফারাবাড়ি গ্রামের খলিলুর রহমানের ছেলে সাকিবুল হাসান (৬) শুক্রবার সকাল ৮ টায় সড়ক দুর্ঘটনায় মারা যায়। আহত হয়েছে নজর আলী (৬০) নামে এক বৃদ্ধ। পুলিশ সুত্রমতে, বালিয়াডাঙ্গী রাণীশংকৈল উপজেলার সীমান্ত সংলগ্ন ফারাবাড়ি গ্রামের খলিলুর রহমানের বাড়িতে বেড়াতে আসে ঝকরটোলা গ্রামের নজর আলী বেড়াতে আসে বৃহস্পতিবার। শুক্রবার সকালে ফারাবাড়ি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র সাকিবুলকে সাথে নিয়ে রাস্তা পার হয়ে দোকান যাচ্ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ নাইট কোচ বালিয়াডাঙ্গী হয়ে রাণীশংকৈল আসার পথে সাকিবুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। নজর আলী গুরুত্বর আহত হয়ে ঠাকুরগাও আধুনিক সগর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম সড়ক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।