জামালপুর প্রতিনিধি ॥
সিলেটের এমসি কলেজে ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা স্বামীকে আটকে রেখে গণধর্ষন এবং খাগছড়িতে মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারীকে গণধর্ষনের অভিযোগ তুলে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রদলের নেতৃবৃন্দ শহরে বিক্ষোভ মিছিল বের করে। পরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানা খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মানিক, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, সদস্য সচিব শামীম আহম্মেদ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা গণধর্ষন ও নির্যতানের স্বীকার হচ্ছে। তাদের কাছে থেকে আজ কেউ রেহাই পাচ্ছেনা। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।