কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রীর ১০দফা প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কুড়িগ্রাম জেলা শাখা শহরে মিছিল ও সমাবেশ করেছে। রবিবার সকাল ১১টায় কুড়িগ্রাম কলেজমোড়স্থ স্মৃতিস্তম্ভে আলোচনা সভায় জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি উপেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা: ফজলুর রহমান, রংপুর বিভাগীয় কমিটির সমন্বয়ক আশরাফুল ইসলাম, রংপুর জেলা কমিটির সভাপতি কমরেড শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ক্ষেতমজুর কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দেলোয়ার হোসেন, কুড়িগ্রাম ক্ষেতমজুর সমিতির সংগঠক এডভোকেট প্রদীপ কুমার রায়, নুর মোহাম্মদ আনছার, আক্তারুজ্জমান রাজু প্রমুখ।
এসময় বক্তারা পল্লী রেশন চালু, বন্যা সমস্যার স্থায়ী সমাধান, কুড়িগ্রামে বিশ্ববিদ্যায়ল স্থাপন, শিল্প কলকারখানা গড়ে তোলা, কুড়িগ্রাম-রৌমারী সড়ক সেতু নির্মাণ, বাস্তহারা মানুষের পূনর্বাসন, কাজ মজুরী ও জমি অধিকার সৃষ্টি, বিনামূল্যে ক্ষেতমজুরদের করোনা পরীক্ষা, ত্রান চোর ভোট চোর ঘুষ খোরের শাস্তিসহ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ১০ দফা কর্মসূচি দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
পরে দাবি-দাওয়াসহ ব্যানার-ফেস্টুন নিয়ে কুড়িগ্রাম কলেজমোড় থেকে একটি বর্ণাঢ্য মিছিল শহর প্রদক্ষিণ করে রিভারভিউ মোড়ে পাবলিক লাইব্রেরীতে গিয়ে শেষ হয়।