ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে রবিবার (১৮ অক্টোবর ২০২০) বিকেলে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর দ্বিমুখী দাখিল মাদ্রাসা হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর অত্র মাদ্রাসা প্রাঙ্গণে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
আলোচনায় কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান শাওনের সঞ্চালনা ও ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আপেল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক সরকার মনোয়ার পাশা, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মানিক, উপজেলা ছাত্রলীগ নেতা আনোয়ারুল ইসলাম রুবেল, কাশিপুর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক প্রমুখ।
এসময় কাশিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ৫ নং ওয়ার্ড এর আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য বাবর আলী, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি লাভলু হোসেন, শিবু রায়, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ, ছাত্রলীগের অন্যতম সদস্য মোখলেছুর রহমান স্বাধীন, আ’লীগের গ্রাম কমিটির সভাপতি জহুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।