সজল, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি।
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে রাহাত নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৮অক্টোবর) সকাল ১১ঘটিকার সময় উপজেলার রাজীবপুর সদর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মো. দুলাল হোসেনের ছেলে।
শিশুটির পিতা দুলাল হোসেন জানান, আজ সকালে বাড়ির পাশের পুকুরের ধারে খেলছিল রাহাত। একপর্যায়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির করে না পেয়ে পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।