শেখ সাইফুল ইসলাম কবির :
বাগেরহাটে পিতার ধারালো অস্ত্রের আঘাতে শাহিন শেখ নামের এক মাদরাসা শিক্ষার্থী আহত হয়েছে। পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে পিতা হালিম শেখ ধারালো অস্ত্র দিয়ে শাহিনের পিঠ ও হাতে আঘাত করে। সোমবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে আহত শাহিনকে স্থানীয় পল্লি চিকিৎসক সাবিহা মাহবুব সোহাগের কাছে নিয়ে যাওয়া হয়। সোহাগ শাহিনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। শাহিন এখন শঙ্কা মুক্ত রয়েছে। তবে এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
হালিম শেখ রনজিতপুর গ্রামের মৃত ইউনুস শেখের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে।
পল্লী চিকিৎসক সাবিহা মাহবুব সোহাগ বলেন, সোমবার রাতে শাহিনের চাচাসহ কয়েকজন শাহিনকে আমার চেম্বারে নিয়ে আসেন। শাহিনের পিঠে এবং হাতে কাটার দাগ ছিল।
স্থানীয় ইলিয়াস পাটোয়ারি বলেন, হালিম শেখ একজন দুষ্ট প্রকৃতির লোক। তুচ্ছ ঘটনায় নিজের ছেলেকে কুপিয়েছে। এর আগেও এলাকার কয়েকজনকে কুপিয়েছে। এলাকার লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাই তার প্রধান কাজ। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট।
এ ব্যাপারে হালিম শেখ তার বিরুদ্ধে আনিত সকল অভিাযোগ অস্বীকার করে বলেন,জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। আমার পারিবারিক বিষয় নিয়ে তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।