কুড়িগ্রামে উন্নয়ন ও অগ্রগতির দক্ষসেনা কলম সৈনিক সাংবাদিকদের সংগঠন কুড়িগ্রাম প্রেসক্লাব ৫৩ বছর অতিক্রম করল। গৌরবের 54 বছরের শুরুতেই কুড়িগ্রাম জেলা বাসী সহ দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।। সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, মান উন্নয়ন সহ ক্লাবের সদস্যদের সুখে দুঃখে বর্তমান নেতৃত্ব আছে এবং আগামীতেও থাকবে।।
মহামারী করোনাতে সেটা আরো ভালোভাবে প্রমাণ করেছে ।। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনকে যারা তিলে তিলে সহায়তা করেছেন আগামীতেও সহায়তা অব্যাহত রাখবেন তাদের সকলের প্রতি রইলো কৃতজ্ঞতা আর নিখাদ ভালোবাসা।। সদস্যদের একতা, আন্তরিকতা, ভালবাসা ও আবেগের প্রিয় সংগঠন কুড়িগ্রাম প্রেসক্লাব এখন জেলাবাসীর আস্থা ও বিশ্বাসের একমাত্র ভরশা।। আলোকিত কুড়িগ্রাম গড়ার স্বপ্ন আর সাংবাদিকদের স্বপ্নিল পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহায়তা চাই।। ইচ্ছে থাকার পরও মহামারী করোনার কারণে জমকালো বার্ষিকী করতে পারিনি।। ঘরোয়াভাবে, কেট কাটা ও আলোচনায় অংশ নেয়া নবীন – প্রবীন সহ উপস্থিত সকল সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইলো শুভেচ্ছা, অভিনন্দন আর অকৃত্রিম ভালোবাসা।।
কৃতজ্ঞতায়,
খ,ম আতাউর রহমান বিপ্লব
সাধারণ সম্পাদক
কুড়িগ্রাম প্রেসক্লাব।।