লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) ছয় বারের চেয়ারম্যান আব্দুল কাদেরকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছেন নেছার উদ্দিন (৪০) নামে এক চা দোকানি। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে মদাতী ইউনিয়ন পরিষদে জমি নিয়ে সালিশ বৈঠকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হামলাকারী চা দোকানি নেছার উদ্দিনকে আটক করেছে পুলিশ। তিনি মদাতী ইউনিয়নের বাবুডাঙ্গা এলাকার ছকমাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নেছার উদ্দিনের সঙ্গে তার ভাই ইয়াকুব আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। ওই ঘটনায় ইয়াকুব আলী মদাতী ইউনিয়ন পরিষদে অভিযোগ দেন। পরে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সালিশ করে এক লাখ ২০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করেন।

বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদে অপর একটি সালিশ চলাকালে নেছার উদ্দিন চেয়ারম্যানকে ডেকে নেন। একপর্যায়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। নেছার উদ্দিন চেয়ারম্যান আব্দুল কাদেরকে কিল-ঘুষি মারেন। এতে চেয়ারম্যান আব্দুল কাদেরের নাক ফেটে রক্ত বের হয়।

এ সময় ইউপি সদস্যরা আহত অবস্থায় চেয়ারম্যানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার পর চেয়ারম্যানের লোকজন ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ শুরু করলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে চেয়ারম্যানের ওপর হামলা মেনে নেয়া যায় না। অবশ্যই তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজাদ জানান, হামলাকারী নেছার উদ্দিনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন