মোঃ মসলেম উদ্দিন নাগেশ্বরী প্রতিনিধি ঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি আছে ঘর নাই এমন গৃহ হীনদের আশয়ন প্রকল্প-২এর আওতায় ১১টি পরিবারের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর দেয়া ঘরের আজ ২৯ অক্টোবর উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজাউল করিম। ভুমিহীনদের এ প্রকল্পের আওতায় জেলায় মোট ১৫৪৯টি গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম, উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, দৈনিক করতোয়া প্রতিনিধি লিটন চৌধুরী, যুগান্তর প্রতিনিধি জোবায়ের ছিদ্দিকী স্বপন,দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মজিবর রহমান,ইত্তেফাক প্রতিনিধি কীর্ত্তিকা সেন বিল্টু, ডেসটিনি প্রতিনিধি মসলেম উদ্দিন,ধরলা টিভির আশরাফ হোসেন আপেল,সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।