কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল হামিদ (৪০) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে পৌরসভার বকুলতলা এলাকায়। তিনি উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর গ্রামের মৃত রসুল মাহমুদের পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আব্দুল হামিদ কাজ শেষে ব্যাটারীচালিত রিকশা যোগে বাড়ি ফিরছিলেন। এসময় পৌরসভার বকুলতলা এলাকায় সড়কে বাক নিতে রিকশা থেকে ছিটকে পড়েন তিনি। পরে গুরুত্বর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ, করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাঈদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।