মোঃ মসলেম উদ্দিন, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলী( সাবেক এম,পি)’র অসুস্থতার কারনে নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে রোগ মুক্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জানাগেছে জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন আছেন।
উক্ত আলোচনা ও দোয়ার অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,আওয়ামীলীগ নেতৃবৃন্দ,ছাত্র লীগ, যুবলীগসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হক প্রধান,
অন্যান্যদের মধ্যে নাগেশ্বরী সার্কেলের এএসপি মোঃ লুৎফর রহমান, থানা অফিসার ইনচার্জ রওশন কবির প্রমুখ।
অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, পরিচালনায় ছিলেন লিটন চৌধুরী, যুগ্ন আহবায়ক উপজেলা আওয়ামীলীগ নাগেশ্বরী।