ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীরতে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর পালনের শুভ সুচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু। পরে যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সরকার রকীব আহমেদ জুয়েল,বীরমুক্তি যোদ্ধা হাবিবুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মঈন উদ্দিন খোকন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ১০ টি ইউনিয়নের যুবলীগের সভাপতি,সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।