মোঃ সবুজ ইসলাম,রানীশংকৈল প্রতিনিধি ঃ
বাংলাদেশ আওয়ামী-যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা যুবলীগের উদ্দ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ অফিস কার্যালয়ের প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন যুবলীগ সভাপতি ও পৌর মেয়র আলমগীর সরকার।
আওয়ামী-যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা যুবলীগের উদ্দ্যোগে দিনব্যাপী কর্মসূচির মধ্যে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাসহ বিকেলে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আ.লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সইদুল হক। আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,সম্পাদক রফিউল ইসলাম, যুবলীগ সম্পাদক রমজান আলীসহ পৌর ,ইউনিয়ন আওয়ামী-যুবলীগ নেতৃবৃন্দ।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক শেখ ফজলুল হক মনির হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী-যুবলীগের গৌরব,ঐতিহ্য, সংগ্রাম,সাফল্যের নানা বিষয়ে আলোচনা করা হয়।