ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার ১১ নভেম্বর ২০২০ সকালে ফুলবাড়ী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন শুরু করে।
এরপর একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমবেত হয়ে প্রয়াত জেলা আ’লীগের সভাপতি আমিনুল ইসলাম (মন্জু মন্ডল) এর রুহের মাগফিরাত কামনা ও বর্তমান সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলীর রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনু্ষ্ঠিত হয়।
দোয়া শেষে উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুলের সভাপতিত্বে ও রিয়াজুল ইসলাম লিটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা যুবলীগের আহবায়ক এডভোকেট রুহুল আমিন দুলাল।
এ সময় জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক রেদওয়ানুল হক দুলাল, আনিচুর রহমান খন্দকার (চাঁদ), মমিনুর রহমান মুমিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলনসহ উপজেলার ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।