ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর গ্রামের মোঃ মামুন হাওলাদারের মেয়ে মোসাঃ টুম্পা আক্তার (১২) পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু। এ মৃত্যু নিয়ে ধ্রুম্রজালের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরে টুম্পা পুকুরে জামাকাপড় ধৌত করতে যায় এসময় টুম্পা পানিতে পরে গেলে টুম্পার ছোট ভাই দেখতে পেয়ে মায়ের কাছে জানায়। তার মা জানার পরে ডাক চিৎকার করে পুকুর থেকে টুম্পা উদ্ধার করে প্রতিবেশীদের সহায়তা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নুরে আলম মৃত্যু ঘোষনা করেন। এ বিষয় রাজাপুর থানার ডিউটি অফিসার সাংবাদিকদের জানায় বিকাল আনুমানিক ৫ঘটিকার সময় রাজাপুর সাস্থ্য কমপ্লেক্সে থেকে টুম্পা নামের এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়। এ বিষয় রাজাপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয় মামলার নং ১৯/২০২০।