Thakurgaon_Rally_Pic_2

ঠাকুরগাঁও প্রতিনিধি॥সকল শিশুদের স্কুলে ভর্তি ও শিা থেকে ঝড়ে পড়া রোধে গণসচেতনতা বৃদ্ধির ল্েয ঠাকুরগাঁওয়ে রিস্কা র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকালে (১১টায়) জেলা প্রশাসন ও স্থানীয় বেÑসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস-এর আয়োজনে কালেক্টরেট চত্বরে রিস্কা র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।
র‌্যালিটি শহর প্রদণি শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে প্রশাসন ও সংস্থার কর্মকর্তারা বলেন, শিারহার বৃদ্ধি ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। তাই সময়মত সকল শিশুদের স্কুলে পাঠিয়ে সুশিতি করতে হবে এবং শিশুরা যেন শিা থেকে ঝড়ে না পড়ে এ ব্যাপারে প্রত্যেকে সচেতন থাকার আহবান জানান তারা।
এতে শিক, শিার্থী, অভিভাবক, সরকারি ও বে-সরকারি সংস্থার প্রতিনিধিসহ রিস্কা শ্রমিকেরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *