মো: নাজমুল হুদা মানিক ॥ দ্রুততম সময়ের মধ্য সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলিতে চালু হচ্ছে কম্পিউটার শিক্ষার কার্যক্রম । এ ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হুসেন। ১৮ নভেম্বর ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল এবং ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা ও অনলাইন দৈনিক আলোকিত ময়মনসিংহ পত্রিকার সম্পাদক প্রদীপ ভৌমিক এর সাথে সৌজন্য সাক্ষাৎ কালে প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হুসেন একথা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন তালুকদার শাহানশাহ। এ সময় প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হুসেন ময়মবসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও তাঁর সফরসঙ্গীদের চিলমারী বন্দর পরিদর্শনের আমন্ত্রন জানান।