এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, জেলা অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ ছানোয়ার হোসেন ছানু সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আওয়ামী লীগ নেতা ছানোয়ার হোসেন ছানু। সেই সাথে তিনি জামালপুর পৌরসভার মেয়র হলে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করণের লক্ষে কাজ করবেন বলে মত প্রকাশ করেন। এ বিষয়ে তিনি সকল সংবাদমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগীতা চেয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
জানা গেছে, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সারা দেশে কয়েকটি ধাপে বিভিন্ন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জামালপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় দেড় ডজন নেতাসহ বিএনপিরও বেশ কয়েকজন পৌর মেয়র পদপ্রার্থী হয়েছেন। নৌকা প্রতীক প্রত্যাশীদের মধ্যে আওয়ামী লীগ নেতা ছানোয়ার হোসেন ছানু যোগ্য প্রার্থী হিসেবে ডিজিটাল পৌরসভা গড়ার প্রত্যয়ে পৌরবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী হয়েছেন।