এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জামালপুর জেলা বিএনপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সহ-সভাপতি এড. ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জামালপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সফিউর রহমান সফি, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুুুল ইসলাম খান সজিব, বিএনপি নেতা এড. দিদারুল ইসলাম, জেলা মহিলা দলের সহ-সভাপতি সেলিনা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, জেলা জাসাসের সহ-সভাতি আবু তারেক বিদ্যুৎ ও যুবদল নেতা হাসান সরোয়ার মনজু প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন নেতৃবৃন্দ।