সহিজল ইসলাম সজল,রাজীবপুর থেকে
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে হাসিনুর রহমান চাঁদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
আজ শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ এর সাব পিলার ৩ এর কাছে এ ঘটনা ঘটে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্তাছির বিল্লা ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন, রাতে হাসিনুর রহমান চাঁদসহ কয়েকজন সীমান্তে গিয়েছিলেন। ৬ নম্বর ব্যাটালিয়নের কুসনীমারা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে গুলি করেন।এসময় ঘটনাস্থলেই হাসিনুর মৃত্যু হয়।   হাসিনুর রহমান চাঁদ খাটিয়ামারী গ্রামের আবুল হাসেমের ছেলে।সে মাদক চোরাকারবারি ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনি মাদক মামলায় কারাভোগও করেছিলেন।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে গুলিবিদ্ধ অবস্থায় হাসিনুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে তার সঙ্গীরা এসম কর্তব্যরত চিকিৎসক হাসিনুরকে মৃত ঘোষণা করে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *