মো: নাজমুল হুদা মানিক \ বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহ এর আয়োজনে ও পারমানবিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে উদ্যানতাত্ত্বিক ফসলের গবেষনা ও ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরন কর্মসুচী এর অর্থায়নে বিনা‘র ড. এম এ ওয়াজেদ মিয়া অডিটরিয়ামে ২১ নভেম্বর সকাল ১১টায় উচ্চমুল্য ফসলের উৎপাদন ও নিরাপদ খাদ্য বিষয়ক বৈজ্ঞানিক কর্মকর্তাদের এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। বিনা এর পরিচালক (গবেষনা) ড. হোসনেয়ারা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্ভোধন করেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহ এর ডিজি ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিনা‘র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নাসরিন আক্তারের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সদস্য প্রফেসর ড. মো: আব্দুল আলিম, বিনা‘র পরিচালক (প্রশিক্ষন ও পরিকল্পনা) ড. মো: জাহাঙ্গীর আলম, পরিচালক ( প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মো: আবুল কালাম আজাদ, বাংলাদেশ কৃষি সম্প্রসারন অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: আব্দুল মালেক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিনা‘র উদ্যানতত্ববিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: রফিকুল ইসলাম।