ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আউট সোর্সিং এর চাকুরী দেয়ার কথা বলে ৫ যুবকের কাছ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। রবিবার ভুক্তভোগী যুবকরা ওই চক্রের সদস্যেদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার পুর্ব ফুলমতি গ্রামের মৃত হবিবর রহমান খন্দকারের ছেলে শাহজাদা খন্দকার (৪২) কুড়িগ্রাম সদর হাসপাতাল সংলগ্ন আফজাল হোসেনের ছেলে তহিদুল ইসলাম (৩৮) আউট সোর্সিংয়ের মাধ্যমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাউন্টারের টিকিট সেলসম্যান পদে চাকুরী দেয়ার কথা বলে ওই যুবকদের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা নেন। চাকুরী প্রত্যাশী যুবকরা হলেন, উপজেলার বারাইতারী গ্রামের আমিনুল ইসলাম, মোশারফ হোসেন মামুন, উজ্জল সরকারের স্ত্রী তার্জিনা আক্তার, গোরকমন্ডল গ্রামের আসাদুল হাবীব, চন্দ্রখানা গ্রামের জাইদুল ইসলাম। এক পর্যায়ে মাতৃছায়া এ্যাডভান্স লিমিটেড, লালমনিরহাট এর ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান জিয়া এবং উদয়মনা সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড, রংপুর এর চেয়ারম্যান আবু তায়েব রব্বানী স্বাক্ষরিত নিয়োগ পত্র প্রদান করেন। কিন্তু উক্ত নিয়োগ পত্র নিয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করতে গিয়ে চাকুরী প্রার্থীরা ফিরে আসেন। পরে তারা জানতে পারেন তাদেরকে ভুয়া নিয়োগ পত্র দেয়া হয়েছে। এক পর্যায়ে তারা টাকা ফেরত চাইলে নানান টালবাহানা শুরু করেন ওই চক্রের সদস্যরা।
এ প্রসঙ্গে শাহজাদা খন্দকার জানান, আমাকে স্বাক্ষী রেখে কুড়িগ্রামের তহিদুলরা চাকরী দেয়ার কথা বলে টাকা নিয়েছে। এর বেশি কিছু আর আমি জানিনা।
যোগাযোগ করার জন্য অভিযোগে উল্লেখিত তহিদুলের ০১৭১৭৯২৮১২৮ নম্বরে একাধিক বার ফোন দিলেও নম্বর টি বন্ধ পাওয়া যায়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।