ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আরডিআরএস বাংলাদেশ এর বিবিএফজি প্রজেক্টের আওতায় জেন্ডার ইক্যুয়িটি মুভমেন্ট ইন স্কুলস (জেমস) প্রশিক্ষনে অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশিক্ষানার্থীদের নিম্নমানের খাদ্য ও উপকরণ সরবরাহ করে টাকা পকেটস্থ করেছেন বলে প্রশিক্ষন নিতে আসা শিক্ষকরা অভিযোগ করেছেন।
জানা গেছে, সিডা ও প্লান ইন্টারন্যাশনাল এর অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ এর বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্টের বাস্তবায়নে জেন্ডার ইক্যুয়িটি মুভমেন্ট ইন স্কুলস (জেমস) ৪ দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষন গত বুধবার শেষ হয়। ফুলবাড়ী ডিগ্রী কলেজ এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এ দুটি ভেন্যুতে অনুষ্ঠিত প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৪৮ জন শিক্ষক অংশগ্রহন করেন।
প্রশিক্ষনার্থী ফুলবাড়ী জছিমিয়া সরকারী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলাম জানান, নাস্তা সহ দুপুরের খাবারের বরাদ্দ ২৬০ টাকা থাকলেও খাবারের মান ভাল ছিল না, সরবরাহকৃত উপকরণও নিম্নমানের। তাছাড়া প্রশিক্ষনে দক্ষ ট্রেইনার না থাকায় প্রশিক্ষন ফলপ্রসু হয়নি। ছবিরুন নেছা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাওয়া পারভীন বলেন, প্রশিক্ষনাথর্ীদের জন্য বরাদ্দকৃত অর্থ দিয়ে সঠিক ভাবে খাদ্য সরবরাহ না করে সংশ্লিষ্টরা টাকা পকেটস্থ করেছেন। কুঠিবাড়ী মর্ডান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম হোসেন জানান, ২৬০ টাকা বরাদ্দ থাকলেও তারা আমাদেরকে ২০০ টাকার কথা জানিয়েছেন।
বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস(বিবিএফজি) প্রজেক্টের সমন্বয়কারী ঝরনা বেগম জানান, বরাদ্দকৃত অর্থ দিয়ে সঠিক ভাবে খাদ্য সরবরাহ করা হয়েছে।
হোটেল মালিক আমিনুল ইসলাম নোলা জানান, ১৬৭ টাকা দরে প্রতি প্যাকেট খাবার সরবরাহ করেছি। বরাদ্দ কত আমি জানি না।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, স্বাস্থ্য বিধি মেনে প্রশিক্ষন হয়েছে। তবে খাদ্যে সরবরাহের ব্যাপারে আমি জানি না।