শেখ সাইফুল ইসলাম কবির:
বাগেরহাটের মোড়েলগঞ্জে কারেন্ট পোকার(বাদামি ঘাস ফড়িং) কবল থেকে আমন ধান রক্ষার্থে করনীয় নির্ধারণের জন্য জরুরি সভা করেছে উপজেলা প্রশাসন। এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হলে জরুরি সভার আয়োজন করা হয়।

শনিবার বেলা ১১টা অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন।

উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিফাত আল মারুফ, পঞ্চকরণ ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, হোগলাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. আকরামুজ্জামান, চিংড়াখালী ইউনিয়ন চেয়ারম্যান আলী আক্কাস বুলু, হোগলাপাশা ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল ইসলাম নান্না, দৈবজ্ঞহাটী চেয়ারম্যান পারুল বেগম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, দীপঙ্কর সমাদ্দার, প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম।
উল্লেখ্য, চলতি আমন মৌসুমে উপজেলার ১৬ টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমন দেখা দিয়েছে। এ পোকা দমনে ব্যর্থ হলে ২৬ হাজার হেক্টর জমিতে শতভাগ ফসলহানির আশংকা রয়েছে। ধান কাটার পূর্ব মুহুর্তে স্বপ্ন ছাই হবে ৪৫ হাজার কৃষকের।
এ সংক্রান্ত মোড়েলগঞ্জ- শরণখোলায় আমন ফসলে কারেন্ট পোকার আক্রমন কৃষক দিশেহারা” শিরোনামে সংবাদ প্রকাশ হলে শনিবার জরুরি সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু জানান, কৃষক ও কৃষির উন্নয়নে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকদের সার্বিক সহয়োগীতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *